নিজামীকে দাফনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, সাঁথিয়ায় আনন্দ মিছিল


প্রকাশিত: ১০:২৭ পিএম, ১০ মে ২০১৬

জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মরদেহ দাফনের সার্বিক প্রস্ততি সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মন্মথপুর গ্রামের কবরস্থানে কবর খননসহ মরদেহ দাফনের প্রস্তুতি সম্পন্ন করেছে নিজামীর স্বজনরা।

সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, নিজামীর মরদেহ তার নিজগ্রাম মন্মথপুর গ্রামের গোরস্থানে দাফন করা হবে। নিজামীর ছেলে ব্যারিস্টার মমিনুল ইসলাম নামাজে জানাজায় ইমামতি করতে পারেন। তিনি না করলে নিজামীর চাচাতো ভাই মন্মথপুর মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ রাঙা নামাজে জানাজায় ইমামতি করবেন।

এদিকে ফাঁসি কার্যকর হওয়ায় নিজামীর নিজ এলাকা পাবনা সাঁথিয়ায় আনন্দ মিছিল হয়েছে। রায় কার্যকরের খবর পাওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সাঁথিয়া পৌর সদরে আনন্দ মিছিল বের করে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এক প্রতিক্রয়ায় তারা জানান, নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় তারা খুশি। এর মাধ্যমে সাঁথিয়াসহ পাবনা জেলা কলঙ্কমুক্ত হলো। নিজামীর মরদেহ যেন পাবনার মাটিতে দাফন না হয় সে দাবিও জানানো হয়। অপরদিকে নিজামীর মামলার সাক্ষীদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় উল্লেখ করে ‘নিরাপত্তা আইন’ পাসের মাধ্যমে সরকারের কাছে সাক্ষীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান মামলার সাক্ষীরা।

এছাড়া নিজামীর মরদেহ সাঁথিয়ায় দাফন করা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিচ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে নিজামীর নিজ গ্রাম মন্মথপুর গ্রাম ও কবরস্থান এলাকায়। ওই এলাকায় কোনো মিডিয়া কর্মীকে যেতে দেয়া হয়নি। এছাড়া সাঁথিয়া সদর থেকে নিজামীর গ্রামের গোরস্থান পর্যন্ত সব ধরনের যানবাহনও বন্ধ করে দেয়া হয়েছে। পুরো পাবনায় বিশেষ করে সাঁথিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে নিজামীর মরদেহ সাঁথিয়ায় দাফন করতে দেয়া হবে না- এমন দাবিতে ছাত্রলীগ বুধবার রাতে সাঁথিয়া-মন্মথপুর সড়কে বেরিকেড দেয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাধা দিয়ে তাদের সরিয়ে দেয়।

সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, নিজামীর মরদেহ সাঁথিয়ায় পৌছুতে সকাল সাড়ে ৫টা থেকে ৬টা বাজতে পারে। এরপরই দাফনের প্রক্রিয়া শুরু হবে। মরদেহের সঙ্গে নিজামীর স্ত্রী, ছেলেসহ স্বজনরা রয়েছেন।

একে জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।