মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ নিহত ২
মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্যাক্সি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের শিক্ষক ও ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. আব্দুল জাহাঙ্গীরসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুল জাহাঙ্গীরের বাড়ি ঝিনাইদহ জেলায় ও চালক সেন্টুর বাড়ি মাগুরার কোদালের শ্রীরামপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৮ টায় দিকে ঢাকাগামী প্রাইভেটকার ও বিপরীতমুখী কাভার্ড ভ্যান একে অপরকে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার আরোহী ড. আব্দুল জাহাঙ্গীর ও তার চালক সেন্টু ঘটনাস্থলেই নিহত হয়।
মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাছিম জাগো নিউজকে জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছেন। তবে গাড়ির নম্বর ও সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরাফাত হোসেন/এসএস/এমএস