উলিপুরে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৫ম দফায় ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ মে। উপজেলার ১৩ ইউনিয়নের ৯৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, উলিপুরের ১৩টি ইউনিয়নে মোট বৈধ চেয়ারম্যান প্রার্থী ৮৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ১৩ জন, বিএনপির ১৩ জন, জাতীয় পার্টির ৯ জন, ইসলামী আন্দোলনের ৬ জন, জেপির ২ জন, জাসদের ১ জন ও ওয়ার্কাস পার্টির একজন প্রার্থী রয়েছে।
এছাড়াও নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪ জন, বিএনপির বিদ্রোহী প্রার্থী ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৯ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নাজমুল হোসেন/এসএস/পিআর