বিলুপ্ত ছিটমহলে সেলাই মেশিন বিতরণ


প্রকাশিত: ০৯:১১ এএম, ১৩ মে ২০১৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত ৩৯ জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে সেলাই বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে কালিরহাট বাজারে কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের আয়োজনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান।

কুড়িগ্রাম অঞ্চলের সহকারী ব্যবস্থাপক এসএম মোস্তফা-ই-কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, রংপুর জিএম সার্কেলের ডিজিএম সমীরঞ্জন চক্রবর্তী, এজিএম মকবুল হোসেন।

এছাড়াও কুড়িগ্রাম শাখা ম্যানেজার রফিকুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহিদ হোসেন ফুলবাড়ী শাখা ম্যানেজার ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা গোলাম মোস্তফা ও আলতাফ হোসেন প্রমুখ।

নাজমুল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।