আ.লীগের ৫ প্রার্থীর সুষ্ঠু নির্বাচনের দাবি


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৪ মে ২০১৬

পঞ্চমধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্নের দাবিতে নড়াইলে আওয়ামী লীগের পাঁচ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের আ.লীগ চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদ।

এসময় আ.লীগের চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করে বলেন, আগামি ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি দলীয় সিদ্ধান্তের বাইরে তার পছন্দমত পাঁচজন প্রার্থীকে ‘বিদ্রোহী’ হিসেবে দাঁড় করিয়েছেন। প্রভাব খাটিয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের নানা ভয়ভীতি এবং হয়রানি করা হচ্ছে।

তারা আরো বলেন, ইতোমধ্যে চাঁচুড়ী ইউনিয়নে আ.লীগ কর্মী-সমর্থকদের ওপর হামলা করে তাদের নামে মামলাও দেয়া হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। এসময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনসহ নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেন প্রার্থীরা।

এসময় আ.লীগের চার চেয়ারম্যান প্রার্থী হামিদপুর ইউপির শেখ ফিরোজ আহমেদ হিরু, বাবরা হাছলা ইউপির তারা মিয়া সরদার, চাঁচুড়ী ইউপির সিরাজুল ইসলাম হিরোক ও ইলিয়াসাবাদ ইউপির ফিরোজ আহম্মেদ মল্লিক, আ.লীগ নেতা ওয়াহিদুজ্জামান হীরা, আলমগীর হোসেন ও পুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মোল্যাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।