ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্লাক রোজ
`ক্রীড়াই হোক মাদক নিরাময়ের একমাত্র হাতিয়ার` এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রয়াত আবুল হোসেন ও রঘুবীর আগরওয়ালা গোল্ডকাপ দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্লাক রোজ ও রানার্স আপ অর্পনা জুয়েলার্স।
শনিবার রাত ১০ টায় বাজার পাড়া একাদশ এর আয়োজনে ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গোল্ডকাপ ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় এক আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বাজার পাড়া একাদশের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্ব বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি রামবাবু আগরওয়ালা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্টু চৌধুরী, সহ-সভাপতি মাহাবুবর রহমান খোকন।
এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ডশোর আয়োজন করা হয়।
রবিউল এহসান রিপন/এসএস/এমএস