জিঙ্ক সমৃদ্ধ নতুন ধান চাষে সফল পাবনার চাষিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৬ মে ২০১৬

পাবনায় ব্রি-৬৪ নামে জিঙ্ক সমৃদ্ধ নতুন ধান চাষে সফল হয়েছেন চাষিরা। ধানের উৎপাদন ভালো হওয়ায় খুশি তারা। তবে উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ এ ধানের উপকারিতা সম্পর্কে প্রচার না থাকায় এর জন্য আলাদা কোনো মূল্য পাচ্ছেন না চাষিরা।

এ ধানে রয়েছে মানবদেহের গঠন, বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও বুদ্ধিমত্তার বিকাশে একটি অন্যতম উপাদান জিঙ্ক। শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়া প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে খাদ্যের এই উপাদান। দেশের দরিদ্র জনগোষ্ঠী জিঙ্কের অভাবজনিত নানা রোগে আক্রান্ত হওয়ায় এ ঘাটতি পূরণে ২০১৪ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে জিংক সমৃদ্ধ ধান ব্রি-৬৪।
 
কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ী পাবনার উপপরিচালক বিভূতি ভূষণ সরকার বলেন, চলতি বোরো মৌসুমে পাবনায় ৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে এ ধান। ফলন বিঘায় ২২ থেকে ২৫ মণ। ১০০ দিনেই ধান উৎপাদন হয়। ফলে খরচও তুলনামূলক কম। তবে এ ধানের পুষ্টিগুণ সম্পর্কে প্রচার না থাকায় অন্য ধানের দামেই তা বিক্রি হচ্ছে। ভাঙ্গুড়া উপজেলার নুরনগর গ্রামে এ জাতের ধান চাষে ভাল ফলন হওয়ায় কৃষকের মুখেও ফুটেছে হাসি।

ধানের চারা রোপণের পর তেমন কোনো রোগ-বালাই দেখা না দেয়ায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। স্বল্প সময়ের মধ্যে অধিক ফলনের জন্য নতুন জাতের এ ধান আবাদে দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের।

Bare-Dhan

নুরনগর গ্রামের কৃষক মো. জুয়েল রানা জানান, কৃষি বিভাগের পরামর্শে চলতি মৌসুমে অল্প কিছু জমিতে এই ধানের পরীক্ষামূলক আবাদ করি। ফলন খুবই ভাল হয়েছে। গ্রামের অন্যান্য কৃষকও আমার কাছে এ ধানের আবাদ করার জন্য বীজ চেয়েছেন।

বিশেষজ্ঞরা জানান, প্রতি কেজি ‘ব্রি ধান ৬৪’ তে ১৯ মিলিগ্রাম জিঙ্ক ও নয় শতাংশ আমিষ রয়েছে। ব্যাপক পরিসরে এ ধানের আবাদ সম্প্রসারণ করলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জিঙ্কের ঘাটতি পূরণ অনেকটাই সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের।

এ প্রসঙ্গে হার্ভেস্ট প্লাস বাংলাদেশের কুষ্টিয়া কৃষি উন্নয়ন ও গবেষণা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলের মানুষ জিঙ্কের অভাবজনিত নানা রোগে ভোগে। গর্ভবতী নারী ও শিশুদের জন্য এ উপাদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দামী খাবার ও ফলমূলে এ উপাদান থাকায় তা ব্যয়বহুল। বর্তমানে ব্রি-৬৪ ধানে এ উপাদান সংযুক্ত থাকায় দরিদ্র মানুষ এখন খুব সহজেই এ চালের ভাত থেকে এ উপাদানটি গ্রহণ করতে পারবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।