মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল বারেক জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পারিবার জানায়, আব্দুল বারেক ওএমএস ডিলার ছিলেন। পাশাপাশি নদীতে মাছ ধরতেন। গত ৭ জানুয়ারি পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। শনিবার সকালে কালিতলা এলাকার ভাসমান রেস্টুরেন্টের সঙ্গে তার মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে।

৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, কয়েকদিন আগে তিনি পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সকালে তার মরদেহ হরিরামপুরে পাওয়া গেছে বলে শুনেছি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান জাগো নিউজকে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নৌ-পুলিশের অধীনে হওয়ায় তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।

কোতয়ালী নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ জাগো নিউজকে বলেন, হরিরামপুর থানা থেকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সজল আলী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।