মানিকগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে একজনকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের জেরে ইউসুফ বেপারী (৫৭) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মান্দারতা গ্রামের পিয়ার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মান্দারতা স্কুল মাঠে সিরাজ বেপারী ব্যাডমিন্টন খেলতে গেলে প্রতিপক্ষের খেলোয়াড় দিদার ও লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে প্রতিবেশী এলমেস, লিটন, দিদারসহ আট-দশজন সিরাজের বাবা ইউসুফ বেপারীকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঘিওর হাসপাতালে ও পরে মুন্নু মেডিকেল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইউসুফ বেপারীর ছেলে ও সিরাজের ভাই হাবিব বলেন, বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জাগো নিউজকে বলেন, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

সজল আলী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।