সারদায় অনুষ্ঠিত হলো ৩৩৪ কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি জানুয়ারি-২০২৪ ব্যাচের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞা। এসময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে আসাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী এবং বেস্ট ইনফিল্ড অ্যাক্টিভিটিস ও বেস্ট শুটার নির্বাচিত হন পৌরব চন্দ্র রায়।

গত ১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়। এরইমধ্যে গত ৩ জানুয়ারি অজ্ঞাত কারণে ৮ জনকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। পরে ১২ জানুয়ারি সমাপনী কুচকাওয়াজের তারিখ নির্ধারণ করা হয়।

সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।