সিন্ডিকেট-চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে: সারজিস আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে চা শ্রমিকদের সোচ্চার হতে হবে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে চা শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, স্বৈরাচার হাসিনার চোখ শুধু ঢাকা থেকে বাপের বাড়ি টুঙ্গীপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি। চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছিলেন।

আপন ব্যানার্জি রুদ্র ও ভোলা সিংহের যৌথ সঞ্চালনায় সমাবেশে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ, কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জ্যানি, আসাদুল্লাহ গালিব ও কুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খাঁন, চা শ্রমিক কন্যা খাইরুন আক্তার, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জান্নাতুল জেমি।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।