মাস্টার বাহিনীর সদস্যসহ তিন জলদস্যু আটক
দস্যু কার্ড বিতরণের সময় বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে জলদস্যু মাস্টার বাহিনীর দুই সদস্যসহ তিন দস্যুকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
সোমবার গভীর রাতে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা স্লুইজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মো. চাঁন খাঁন এর ছেলে আ. হালিম খাঁন, একই এলাকার মো. সুন্দর মোল্লার ছেলে মো. শহিদ মোল্লা এবং মো. আলমগীরের ছেলে মো. রুবেল।
আটক জলদস্যুদের মধ্যে হালিম খাঁন এবং শহিদ মোল্লা পুলিশের তালিকাভুক্ত জলদস্যু এবং সুন্দরবন কেন্দ্রীক জলদস্যু মাস্টার বাহিনীর সদস্য।
পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, পদ্মা স্লুইজ এলাকায় দস্যুরা কার্ড বিতরণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দস্যুদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
মিরাজ/এফএ/এমএস