ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৭ মে ২০১৬

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপির প্রার্থী পয়গাম আলীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ। সোমবার  রাত ২ টায় ওই ইউনিয়নের কিসমত দৌলতপুর হাবুসপাড়া গ্রামে ২০/২৫ জন লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালায়।
 
এলাকাবাসী অভিযোগ করে জানায়, আ.লীগ প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়াও অফিসের পাশে মনসুর আলীর মুদি দোকান ও নুরুল আমিনের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বিএনপির প্রার্থী পয়গাম আলী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Thakurgaon-Bnp-Pic

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ভাঙচুরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।