পঞ্চগড়ে জেলা জজসহ ৪ বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৫

পঞ্চগড় আদালতে জনবল নিয়োগ বাণিজ্যের অভিযোগে জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসরণের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে আদালতের সামনে এ বিক্ষোভ করে অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে এক স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, সহ-সমন্বয়ক মাহফুজুর রহমান, মনিরুজ্জামান ফয়সাল ও মোজাহার ইসলাম সেলিম প্রমুখ বক্তব্য দেন।

এসময় সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, জেলা ও দায়রা জজ গোলাম ফারুকসহ চার বিচারক নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত। দুর্নীতি করে আইনমন্ত্রীর এলাকার লোকদের বারবার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জেলা জজ সাহেবের সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের বলেছেন, আমার সঙ্গে কথা বলতে গেলে আগে জজ হতে হবে। তিনি আমাদের ১০ বছর পরে হলেও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। হাসিনার সময়ে প্রশাসনের লোকজনকে সরিয়ে নেওয়া হলেও তার দোসর এ বিচারকদের এখনো সরিয়ে নেওয়া হয়নি। তাই তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করে যাচ্ছেন। তাদের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে আদালত ঘেরাওসহ আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে।

পঞ্চগড় আদালতে জনবল নিয়োগ বাণিজ্যের অভিযোগে জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসরণের দাবিতে বিক্ষোভ করেছে

এ নিয়ে অনেক চেষ্টা করেও কোনো বিচারকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জমিরুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজী হননি।

গত বছরের ২০ ডিসেম্বর পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এক পর্যায়ে ওই নিয়োগ পরীক্ষা বর্জন করেন পরীক্ষার্থীরা। তাদের বিক্ষোভের মুখে নিয়োগ কমিটির পক্ষ থেকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরে ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।