প্রি-পেইড মিটার স্থাপন থেকে সরে আসতে সরকারকে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫

 

‘ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাটের’ প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে রংপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এজন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে রংপুরের আবু সাঈদসহ সারাদেশে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছেন। হাজার হাজার যুবক ও তরুণ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নিয়ে হাত-পা-চোখ হারিয়েছেন। কেউবা সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। এখনো হাসপাতালে অনেকে আহত অবস্থায় কাতরাচ্ছেন। শহীদ ও আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি। সেই ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাটের প্রকল্প (প্রি-পেইড মিটার স্থাপন) কীভাবে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে?

রংপুর, আন্দোলন, সরকার, বাংলাদেশপ্রি-পেইড মিটার স্থাপন থেকে সরে আসতে সরকারকে আলটিমেটাম

তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ‘ভাই-বন্ধু চক্রকে’ ১৫ লাখ মিটার সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন নেসকোর কিছু অসাধু কর্মকর্তা। প্রয়োজন না থাকলেও সেসব মিটার তারা ছলেবলে জনগণের ঘাড়ে চাপাতে চান। জানা যাচ্ছে, প্রি-পেইড মিটারে বিদ্যুতের বিল আগের ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুণ হারে পরিশোধ করতে হচ্ছে। নেসকোর কর্মকর্তারা ফ্যাসিস্ট সরকারের লুটপাটের সহযোগী কোম্পানিগুলোকে কাজ দেওয়ার জন্য দরপত্রে এমনভাবে শর্ত দিয়েছেন, যাতে এই কোম্পানিগুলোই কাজ পায়।

আলটিমেটাম দিয়ে গণসমাবেশ থেকে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে যদি প্রি-পেইড প্রকল্প বাতিল করে প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে ৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ গ্রাহক ফোরামের পক্ষ থেকে রংপুর শহর অবরোধ করা হবে।

বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক খুরশীদ আলম মুন্না, লিখন চৌধুরীসহ অন্যরা।

জিতু কবীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।