সেলিম ওসমানকে ক্ষমা চাইতে বললেন হানিফ


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৯ মে ২০১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আমরা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে প্রধান শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি। আশা করি সংসদ সদস্য সেলিম ওসমান তার কৃতকর্মের জন্য জাতি ও শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে তিনি একথা বলেন।

হানিফ বলেন, যারা নিজেদের ইসলাম ধর্মের ধারক-বাহক বলে দাবি করেন তারাই মুসলিম বিশ্বের ঘৃণিত দেশ হিসেবে চিহিৃত ইসরাইলের সঙ্গে হাত মিলিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ জনগণের কাছে যায় কিন্তু বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার লোভে ইসরাইলের দারস্থ হয়েছে।

তিনি আরো বলেন, মুসলিম বিশ্বের শত্রু হিসেবে যে দেশ চিহিৃত তার হাতে-পায়ে ধরে দারস্থ হতে হবে এমন হীন মানসিকতা ও লজ্জাজনক কর্মকাণ্ড শুধু বিএনপির দ্বারাই সম্ভব।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও জেলা ছাত্রলীগের সভাপতি আলী মতুর্জা খসরুসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।