চাঁদপুরে পিটুনিতে কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫
নিহত সেলিম কবিরাজ

চাঁদপুরের হাজীগঞ্জে ধান রোপণকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীদের পিটুনিতে সেলিম কবিরাজ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরশ্বের পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

হাজীঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম কবিরাজ গৌরশ্বের পশ্চিমপাড়া গ্রামের কবিরাজ বাড়ির আবুল কালাম কবিরাজের ছেলে।

স্থানীয় বাসিন্দা ইমান হোসেন ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে মাঠে ধান আগে-পরে রোপণ নিয়ে কৃষক সেলিমের সঙ্গে আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজের কথা-কাটাকাটি হয়। পরে ওই ঘটনা স্থানীয়রা ওইদিন রাতেই সমাধান করে দেন। কিন্তু আজিজ কাজী ও জাহাঙ্গীর কবিরাজ প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষ নেন স্থানীয় আরও কিছু লোক। তারা পরিকল্পনা করে জুমার নামাজের আগে মসজিদের পাশে লাঠিসোঁটা এনে রাখেন। নামাজের পরেই সেলিমের ওপর হামলা করেন তারা। পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান সেলিম।

কৃষক সেলিমের ছেলে সবুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে তার বাবাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অভিযোগের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।