সাতক্ষীরায় শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরা শহরের খুলনা মোড়স্থ শহীদ আসিফ চত্বরের শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিয়ে সেখানে জড়ো হয়। তারা আগে থেকেই অর্ধ ভাঙা অবস্থায় থাকা ম্যুরালটি পুরোপুরি ভেঙে ফেলে।

এসময় সময় তারা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার বিচার চাই’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সাতক্ষীরায় শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

পরে সিটি কলেজসংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ও জেলা পরিষদ চত্বরের ম্যুরালও ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।