বরগুনায় আওয়ামী লীগ ও সাবেক এমপি শম্ভুর কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কার্যালয় ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদ সংলগ্ন শম্ভুর কার্যালয় ভাঙচুর শেষে জেলা শহরের ফার্মেসি পট্টিতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙচুর করা হয়।

বরগুনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুঈদ হাসান নিলয় জাগো নিউজকে বলেন, এটি ছিল আওয়ামী ফ্যাসিবাদীদের একটি আঁতুড়ঘর। এখান থেকেই জেলাভিত্তিক নির্দেশনা দেওয়া হতো কার কার বাসায় হামলা হবে, কাকে গুম করা হবে। তাই মুজিববাদ ও ফ্যাসিবাদকে কবর দেওয়ার জন্য এ ঘরগুলোকে আগে ধ্বংস করছি।

আরেক শিক্ষার্থী মীর নিলয় বলেন, আগস্টের আগে সাধারণ ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে আওয়ামী লীগ এবং তাদের দোসরা। এত মানুষ হত্যার পর কীভাবে শেখ হাসিনা আবার বক্তব্য দেন। আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার হয়নি। তারা বিচার ছাড়া কি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাহস করে। আওয়ামী লীগ আবার বাংলাদেশ মাথাচাড়া দিয়ে উঠতে‌ চাচ্ছে। তাই তাদের কবর রচনা করার প্রথম ধাপ হিসেবে আমরা আওয়ামী লীগ কার্যালয় ধ্বংস করেছি।

বরগুনায় সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কার্যালয় ভাঙচুর

এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর সারাদেশের ন্যায় বরগুনায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কার্যালয়টি একবার ভাঙচুর করা হয়েছিল।

এছাড়াও ১৬ বছরের ভাড়া বকেয়া থাকায় ২৯ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বকেয়া ভাড়া আদায় নোটিশ দিয়ে ঘরটি তালাবদ্ধ করে দেয় সদর উপজেলা প্রশাসন।

নুরুল আহাদ অনিক/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।