ডিজিটাল লেনদেনের সিংহভাগই ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৫ মার্চ ২০২৫
২০২৪ সালে দেশে ডিজিটাল লেনদেন বেড়েছে/ প্রতীকী ছবি

গত বছর (২০২৪ সালে) দেশে ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশ হয়েছে ঢাকায়। একই সঙ্গে গাজীপুর, রাজশাহীসহ কয়েক জেলায় ডিজিটাল লেনদেন বেড়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিসা বাংলাদেশ।

ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত বছর (২০২৪ সালে) মোট ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশ এবং মোট ব্যয়ের ৭৫ শতাংশ ঢাকায় হয়েছে। আলোচ্য বছরে গাজীপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহেও ডিজিটাল পেমেন্ট ব্যবহার আগের বছরের (২০২৩ সালের) তুলনায় বেড়েছে।

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সামগ্রিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশ। একই সময়ে লেনদেনের পরিমাণ ১৭ শতাংশ বেড়েছে। উল্লেখযোগ্য বেড়েছে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের হার। এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে অনলাইন পেমেন্ট।

আরও পড়ুন

বাংলাদেশ, নেপাল ও ভুটানের ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ ডিজিটাল ও কন্টাক্টলেস পেমেন্ট সুবিধার দিকে ঝুঁকছে। ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন এবং ইন-স্টোর পেমেন্টসহ দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিসরে একই প্রবণতা দেখা গেছে। দক্ষ ভিসা কনসাল্টিং ও অ্যানালিটিকস টিমের মাধ্যমে আমরা বাংলাদেশের ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করছি।

ভিসার বিশ্লেষণে উঠে এসেছে, বাংলাদেশের আন্তর্জাতিক ব্যয়ের ৯০ শতাংশ হয়েছে ২০ দেশে। এর মধ্যে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ সালে বাংলাদেশিরা ইন-স্টোর কেনাকাটায় সবচেয়ে বেশি ব্যয় করেছে ভারত, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে। ভারত ক্রস-বর্ডার ব্যয়ের শীর্ষে থাকলেও গত বছর বাংলাদেশিদের কার্ডের মাধ্যমে ভারতে ব্যয় ১০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে ব্যয় বেড়েছে ২০ শতাংশের বেশি।

ইএআর/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।