ঈদ উপলক্ষে শ্রম অসন্তোষ নিরসন-পরিস্থিতি মনিটরিংয়ে হেল্পলাইন চালু 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১১ মার্চ ২০২৫
শ্রম অসন্তোষ মনিটরিংয়ের লক্ষ্যে হেল্পলাইন নম্বর চালু করেছে সরকার/ ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্প (আরএমজি) এবং নন-আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসন ও শ্রম পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিংয়ের লক্ষ্যে হেল্পলাইন নম্বর ১৬৩৫৭ (টোল ফ্রি) চালু করেছে সরকার।  

মঙ্গলবার (১১ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ নিরসন ও শ্রম পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিংয়ের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। শ্রমিক অসন্তোষ জানাতে শ্রমিক হেল্পলাইন নম্বর ১৬৩৫৭ (টোল ফ্রি)- এ কল করুন।’

এমএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।