ঈদের আগে চমক দেখালো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৯ মার্চ ২০২৫

ঈদের আগের বিক্রির চাপ কমায় গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সপ্তাহজুড়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও সব থেকে বড় চমক দেখিয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে এই মিউচুয়াল ফান্ডটির ইউনিট বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের শীর্ষে চলে আসে। এতে সপ্তাহজুড়ে দাম বেড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে মিউচুয়াল ফান্ডটি।

গত সপ্তাহের চার কার্যদিবসে মিউচুয়াল ফান্ডটির দাম বেড়েছে ১৮ দশমিক ৪২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম বেড়েছে ৭০ পয়সা। এতে এক সপ্তাহে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ২৭৭ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৩ টাকা ৮০ পয়সা।

ইউনিটের এমন দাম বাড়া মিউচুয়াল ফান্ডটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে মিউচুয়াল ফান্ডটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ৭ শতাংশ নগদ, ২০২১ সালে ৮ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

মিউচুয়াল ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ২৩ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৩৯৬টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ১৫ দশমিক ৫১ শতাংশ আছে। বাকি ইউনিটের মধ্যে ৬৯ দশমিক ৮৪ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৬৫ শতাংশ আছে।

এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ফারইস্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। ১৩ দশমিক ৬৫ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ দশমিক ১২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১০ দশমিক ২৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ১০ দশমিক ১৯ শতাংশ, মাইডস ফাইন্যান্সের ৯ দশমিক ৫৭ শতাংশ, ফাস্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৩৮ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩১ শতাংশ এবং সিভিও পেট্রো কেমিক্যালের ৯ দশমিক শূন্য ২ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।