বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৮ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি দল।

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তারা সেখানে পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

এর আগে সম্মেলনের প্রথম দিন সোমবার (৭ এপ্রিল) ৭০ জন বিনিয়োগকারীর একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে যান। সেখানে তারা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

এমইউ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।