আবাসন খাতে অচলাবস্থা থাকলে অর্থনীতির চাকা থমকে যাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১০ এপ্রিল ২০২৫

ড্যাপকে কেন্দ্র করে আবাসন খাতে অচলাবস্থা চলতে থাকলে অর্থনীতির চাকা থমকে যাবে বলে জানিয়েছেন আবাসন খাতের উদ্যােক্তারা। তারা বলেন, এর ফলে বেকারত্ব বাড়বে, কর্মসংস্থান কমে যাবে এবং জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দিনের পর দিন এ স্থবিরতা প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এ জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) গৃহায়ণ ও সংশ্লিষ্ট লিংকেজ শিল্পের প্রতিনিধিদের সঙ্গে রিহ্যাব নেতাদের মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন খাত সংশ্লষ্টিরা। এদিন রিহ্যাব অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের শেখ মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. এম এ ওহাব, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আক্তার হোসেন ঢালি, বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আব্দুল আউয়ালসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় রড, সিমেন্ট, ইট, বালু, পাথর, ক্যাবল, টাইলস, স্যানিটারিসহ ২০-এর অধিক লিংকেজ প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রায় সবাই একমত হন, ড্যাপের কারণে আবাসন সেক্টরে স্থবিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে আবাসন খাত সংশ্লিষ্ট লিংকেজ শিল্পে। এরই মধ্যে অনেকে উৎপাদন কমিয়ে দিয়েছেন খরচ কমানোর জন্য। কেউ কেউ কিছু জনবলও ছাটাই করেছে সংকট মোকাবিলা করার জন্য। অন্যদিকে এ খাতের শিল্পের ট্যাক্স বৈষম্য নিয়ে আলোচনা হয় মতবিনিময় সভায়।

ইএআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।