সোনালী ব্যাংক পেলো টিসিবির সম্মাননা স্মারক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা দানের স্বীকৃতি হিসেবে সোনালী ব্যাংক পিএলসিকে সম্মাননা স্মারক দিয়েছে টিসিবি।

বুধবার (২৩ এপ্রিল) আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে টিসিবি আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইসপাহানি ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

এসময় টিসিবির কার্যক্রমে সন্তোষজনক সেবা দানের জন্য প্রধান অতিথি ও টিসিবির পক্ষ থেকে সোনালী ব্যাংকের প্রতি ধন্যবাদ জানানো হয়।

ইএআর/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।