অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে বাউবি-সোনালী ব্যাংক চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৮ এপ্রিল ২০২৫

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রোগ্রামসমূহে (বাংলাদেশ ও বহিঃ বাংলাদেশ) শিক্ষার্থী ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি সই হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সম্মেলন কক্ষে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. শওকত আলী খান।

সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।