অনির্দিষ্টকালের জন্য বন্ধ নভোএয়ারের ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৩ মে ২০২৫
নভোএয়ারের উড়োজাহাজ, সংগৃহীত ছবি

দেশীয় বিমান সংস্থা নভোএয়ারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ। তবে কতদিনের জন্য তা বন্ধ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফলে টিকিট বিক্রি বা কেনার বিষয়ে জানতে পারছেন না ক্রেতারা।

শনিবার (৩ মে) দুপুরে নভোএয়ারের রিজার্ভেশন বিভাগে যোগাযোগ করা হলে তারা জানান, গতকাল (২ মে) থেকে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নভোএয়ার। যেসব যাত্রী নভোএয়ার থেকে সরাসরি টিকিট কেটেছেন, তাদের নভোএয়ার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখান থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। যারা এজেন্সির মাধ্যমে টিকিট করেছেন, তাদের সেখানে যোগাযোগ করতে হবে।

কিন্তু কেন অনির্দিষ্টকালের জন্য নভোএয়ারের ফ্লাইট স্থগিত করা হলো, এমন বিষয়ে নভোএয়ার সূত্র জানায়, নভোএয়ার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় শতশত কোটি টাকা লোকসান দিয়েছে। তাই বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে নভোএয়ার বিক্রির আলোচনা চলছে। সেই বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানির নিরীক্ষা হচ্ছে। এর অংশ হিসেবে সংস্থাটির বিমান উড্ডয়ন সাময়িকভাবে। তবে নভোএয়ার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আবার বিক্রি চূড়ান্ত না হলে কবে নাগাদ ফ্লাইট শুরু হবে, তাও স্পষ্ট করে জানা যায়নি।

এমএমএ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।