পানি সম্পদ মন্ত্রণালয়ের ৬ প্রস্তাবে ১৬৫ কোটি টাকা ব্যয় অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৩ মে ২০২৫

পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের ৫টি প্যাকেজের আওতায় পূর্ত কাজের ৬টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১৬৫ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৬৫৩ টাকা।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-১৯/০১ -এর পূর্ত কাজের ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্পের পোল্ডার ৬৬/৩ (কক্সবাজার অংশ) উপ-প্রকল্পের পুনর্বাসনের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপ্রস্তাব দাখিল হয়। তার মধ্যে ২টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা গোলাম রব্বানি কনস্ট্রাকশন লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। ব্যয় হবে ৩৮ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ১৭৮ টাকা।

বৈঠক প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-১৯ /০২ -এর পূর্ত কাজের ক্রয়প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-১৯ /০২ -এর আওতায় পোল্ডার ৬৬/৩ (কক্সবাজার অংশ) উপ-প্রকল্পের পুনর্বাসনের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব দাখিল হয়। তার মধ্যে ২টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নারায়ণগঞ্জ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা।

আরেক প্রস্তাবে বৈঠকে প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-১৪/০২ -এর পূর্ত কাজের ক্রয়প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চিত্রা-ভৈরব-আফ্রা (যশোর অংশ) উপ-প্রকল্পের পুনর্বাসনের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপ্রস্তাব দাখিল হয়। ৬টি দরপত্রই কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা তাজওয়ার ট্রেড সিস্টেম লিমেটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৬ কোটি ৯৪ লাখ ২২ হাজার ২৭৪ টাকা।

‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-১৪/০৩ -এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের পুনর্বাসনের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপ্রস্তাব দাখিল হয়। তার মধ্যে ৫টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মেসার্স আমিন অ্যান্ড কোং, খুলনা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৩ কোটি ২৯ লাখ ১৩ হাজার ১২৪ টাকা।

বৈঠকে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-১৪/০৪ -এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। উপ-প্রকল্পের পুনর্বাসনের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপ্রস্তাব দাখিল হয়। তার মধ্যে ২টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন, বরিশাল প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩৪ কোটি ৮ লাখ ৫০ হাজার ৩৩৯ টাকা।

এছাড়া বৈঠকেব প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউডি-১৪/০৫ -এর পূর্ত কাজের ক্রয়প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্যাকেজের আওতায় চিত্রা-ভৈরব-আফ্রা (যশোর অংশ) উপপ্রকল্পের পুনর্বাসনের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপ্রস্তাব দাখিল হয়। ৩টি দরপত্রই কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা ভাওয়াল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কন্সট্রাকশন লি., ময়মনসিংহ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ব্যয় হবে ৪৯ কোটি ২ লাখ ৮৮ হাজার ২১০ টাকা।

এমএএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।