রিমার্কের পণ্য উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ ভোক্তা অধিকারের ডিজির

প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৮ মে ২০২৫

সর্বোৎকৃষ্ট মানের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবির ফ্যাক্টরি ঘুরে দেখলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

এ প্রতিষ্ঠানের বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর মানসম্মত প্রসাধন সামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। রিমার্ক এইচবি লিমিটেডের বিশ্বমানের সর্বাধুনিক ফ্যাক্টরি দেখতে শনিবার (১৭ মে) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় যান ভোক্তা অধিকার মহাপরিচালক।

রিমার্ক এইচবির ফ্যাক্টরিতে পৌঁছালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোক্তা অধিকার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানকে অভ্যর্থনা জানান। রিমার্কের চৌকস নিরাপত্তারক্ষীরা তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।

রিমার্কের পণ্য উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ ভোক্তা অধিকারের ডিজির

অভ্যর্থনা শেষে রিমার্ক এইচবি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রিমার্কের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভোক্তা অধিকার মহাপরিচালককে ব্রিফিং করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে উচ্চপ্রযুক্তি (হাইটেক) ব্যবহারের মধ্যে দিয়ে রিমার্কের আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সরেজমিন ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।

অথেনটিক পণ্য উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাত প্রক্রিয়া দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যেস নকল ও ভেজাল পণ্য সহজে চিহ্নিত করতে পারেন সে বিষয়ে অধিকতর প্রশিক্ষণের বিষয়েও রিমার্কের সহযোগিতা চান তিনি। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক।

রিমার্কের পণ্য উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ ভোক্তা অধিকারের ডিজির

আলীম আখতার খান বলেন, ভোক্তার জন্য দেশে বিশ্বমানের যে পণ্য উৎপাদন হচ্ছে, সত্যিই এটি গর্ববোধ করার মতো। তবে এটি সার্থক হবে যদি ভোক্তারা সচেতন হয়ে অথেনটিক পণ্য ব্যবহার করেন তবেই। এক্ষেত্রে পণ্যের দাম যেন নাগালে থাকে সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক।

রিমার্ক এলএলসি ইউএসএ এর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি’র ব্র্যান্ড নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, হারল্যান, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল, সিওডিল ব্র্যান্ড এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।