আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে নতুন নীতিমালা জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৮ মে ২০২৫
ফাইল ছবি

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) ব্যবসা কেন্দ্র স্থাপন, সম্প্রসারণ, স্থানান্তর, ভাড়া ও ইজারা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা জারি করে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যবসা কেন্দ্র স্থাপন বা সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে এবং তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এর কার্যক্রম সম্পন্ন করা যাবে।

অনুমোদনের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, মূলধন পর্যাপ্ততা, শ্রেণিকৃত ঋণের হার, পরিদর্শন বিভাগের সর্বশেষ অডিট আপত্তি, ক্যামেল রেটিং, আমানতকারীদের সেবার মানসহ নানান দিক বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে। অনুমোদন পাওয়ার পর তিন মাসের মধ্যে শাখা স্থাপন না করলে অনুমতিপত্র বাতিল করা হবে।

শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, শাখা, উপশাখা একীভূতকরণ, রূপান্তর কিংবা বন্ধের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

শাখা স্থাপনের আবেদনপত্রের সঙ্গে তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, সেই সময়ের আয়-ব্যয়ের বিশ্লেষণ, ভাড়াকৃত স্পেসের তথ্য এবং নিশ্চিতকরণ দিতে হবে যে, ওই স্পেসে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা পরিচালকদের কোনো স্বার্থ নেই। পাশাপাশি প্রতিষ্ঠানের কোনো পরিচালক দণ্ডপ্রাপ্ত নন, এ মর্মে ঘোষণাপত্রও দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, ঢাকার তুলনায় ঢাকার বাইরে নতুন শাখা স্থাপনের অনুপাত হবে ১:২। প্রতিটি শাখার আয়তন সর্বোচ্চ ৫ হাজার বর্গফুটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি প্রতি বর্গফুট ডেকোরেশনে সর্বোচ্চ ২ হাজার টাকা ব্যয় করা যাবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন এ নীতিমালা এনবিএফআইগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করবে।

ইএআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।