সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ৩১ মে ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিবারের মতো এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।

এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সমন্বয়ে তৈরি বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করছে।

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদ মানেই আনন্দ, সবার সঙ্গে সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছি। প্রাণ-আরএফএল গ্রুপের নিত্যপ্রয়োজনীয় যে কোনো পণ্য কিনলে সেই অর্থের একটি অংশ বরাদ্দ রাখা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপনের জন্য।

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ

এ বছর এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর শ্যামলী, হাতিরপুল, পল্টন এবং হবিগঞ্জ, নরসিংদী, নাটোর, রংপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার এবং ঈদ গিফট সরবরাহ করা হচ্ছে। এর আওতায় প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করা হচ্ছে।

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচিতে ভোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে যেন তারা আমাদের এ উদ্যোগকে সমর্থন করতে পারেন। সবার প্রতি সমানভাবে সম্মান আর যত্ন নিয়ে কাজ করার জন্য ‘ঈদ ফর অল’ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।