ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, দাম বাড়ায় শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২১ জুন ২০২৫

ঈদের পর কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। এই ঊর্ধ্বমুখী বাজারে গত সপ্তাহের দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে বেসরকারি সাধারণ বিমা কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সপ্তাহের পাঁচ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এতে পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে সাড়ে ৪৬ কোটি টাকার বেশি বেড়েছে।

এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে থাকায় গত সপ্তাহের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থানটিও দখল করেছে এই কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ বা ৮ টাকা ৮০ পয়সা। এতে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪৬ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৪৪২ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৪ টাকা ৯০ পয়সা।

শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়া এই কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২৩ সালে ১২ শতাংশ নগদ, ২০২২ সালে ১৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১৮ শতাংশ নগদ, ২০২০ সালে ৬ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

এছাড়া ২০১৯ সালে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ১২ শতাংশ নগদ, ২০১৭ সালে ১২ শতাংশ নগদ, ২০১৬ সালে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৫ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। অর্থাৎ কোম্পানিটি নিয়মিত বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে আছে ৩৯ দশমিক শূন্য ৩ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে ৪২ দশমিক ৫৩ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৮ দশমিক ৪০ শতাংশ।

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল জাহিন স্পিনিংয়ের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৪ দশমিক ৫৬ শতাংশ। ২০ দশমিক ৯৮ শতাংশ দাম বাড়ায় পরের স্থানে রয়েছে দেশ গার্মেন্টস।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- লাভেলো আইক্রিমের ১৪ দশমিক ৬৬ শতাংশ, স্টাইল ক্রাফটের ১৩ দশমিক ৮৬ শতাংশ, বিচ হ্যাচারির ১০ দশমিক ৩৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ দশমিক ৩০ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১০ দশমিক ২৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ দশমিক ২৪ শতাংশ এবং অ্যাপেক্স ফুডসের শেয়ারের দাম ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

এমএএস/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।