বাজারে এলো সিটিজেন ব্রান্ডের তৈরি পস, বারকোড ও লেবেল প্রিন্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৪ জুন ২০২৫

বাংলাদেশের বাজারে জাপানি ব্রান্ড সিটিজেন-এর পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেভেল প্রিন্টার নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটিজেন সিটি-ডি১৫০ এবং সিটিজেন সিএলই-৩২১ মডেলের দুটি প্রিন্টার উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সিটিজেন সিটি-ডি১৫০ মডেলটি একটি কমপ্যাক্ট ও উচ্চ-দক্ষতার থারমাল পস প্রিন্টার। যা রিটেইল, রেস্টুরেন্ট এবং পস ব্যবস্থার জন্য আদর্শ। এটি প্রতি সেকেন্ডে ২৫০ মিমি পর্যন্ত দ্রুত প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই রেজুল্যুশনে স্পষ্ট ও প্রফেশনাল মানের রিসিট প্রিন্ট করে।

সহজ ড্রপ-ইন, পেপার লোডিং সিরিয়াল সংযোগ সুবিধা এবং স্টাইলিশ ডিজাইনের কারণে এটি যে কোনো ব্যবসায়িক পরিবেশে ব্যবহারযোগ্য এবং সহজ সমাধান হিসেবে কাজ করে।

প্রিন্টারটির সামনে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে যা প্রিন্টারের বর্তমান অবস্থা যেমন পেপার শেষ, ত্রুটি, প্রস্তুত ইত্যাদি স্পষ্টভাবে দেখায়। এই প্রিন্টারটি অত্যন্ত কম শব্দে কাজ করে, যা হসপিটালিটি বা কাস্টমার সেবা প্রদান সংক্রান্ত পরিবেশের জন্য উপযুক্ত।

সিটিজেন সিএলই৩২১ একটি কমপ্যাক্ট, উচ্চ-দক্ষতা সম্পন্ন বারকোড লেবেল প্রিন্টার, যা ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, লজিস্টিক প্রতিষ্ঠান এবং ব্রান্ড শপে ব্যবহারের জন্য উপযুক্তভাবে ডিজাইন করা হয়েছে। এটি প্রতি সেকেন্ডে ৮ ইঞ্চি (২০০ মিমি/সেকেন্ড) পর্যন্ত দ্রুত গতিতে প্রিন্ট করতে পারে এবং ২০৩ ডিপিআই পর্যন্ত উচ্চ রেজুলেশন আউটপুট সরবরাহ করে।

এই প্রিন্টারটিতে বিভিন্ন ধরনের মিডিয়া সমর্থন করে। যেমন রোল বা ফ্যানফোল্ড মিডিয়া, পাশাপাশি ডাই-কাট, কন্টিনিউয়াস, পারফোরেটেড লেবেল, ট্যাগ এবং টিকিট। সিটিজেন কোম্পানি প্রিন্টারটিকে চিরন্তন এলিগেন্স বজায় রেখে এমনভাবে ডিজাইন করেছে যেন এটি এ ফোর কাগজের চেয়েও কম জায়গা নেয়।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, সিটিজেন পণ্য ব্যবস্থাপক আবু সোলায়মান পলাশ এবং হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল। অন্যদিকে সিটিজেন সিস্টেমস জাপান কো. লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্টার সেলস বিভাগের প্রতিনিধি ইয়োহেই কোয়ামা এবং টেকনিক্যাল সাপোর্ট সেকশনের প্রতিনিধি সাতোরু হিগুয়েছি।

জাপানি ব্রান্ড সিটিজেনের এই যাত্রা স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পরিবেশিত পণ্য তালিকাকে সমৃদ্ধ করবে এবং ইউজারগণ শ্রেয়তর সেবা পাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর জাফর আহমেদ।

এমডিএইচআর/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।