রিজেন্ট টেক্সটাইলের পরিচালকদের ১০০ কোটি টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৩ জুলাই ২০২৫

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে অনিয়ম করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৩ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভাশেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রিজেন্ট টেক্সটাইল মিল লিমিটেড আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা বিধিবহির্ভূতভাবে উহার সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করে।

এ পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত বা জমা দেওয়ার আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। এ অর্থ ফেরত বা জমা দিতে ব্যর্থ হওয়ায় রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির ৫ জন পরিচালক ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরিমানা করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব, মোশাররফ হাবিব এবং সালমান হাবিব (ব্যবস্থাপনা পরিচালক)।

এমএএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।