স্যালভো কেমিক্যালের মুলধন বৃদ্ধিতে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আগামী তিন বছর কোনো মুলধন বাড়াতে পারবে না। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ প্রসপেক্টাস ও কনসেন্ট লেটারের শর্তানুযায়ী ব্যবহার না করায় সালভো কেমিক্যালের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ প্রসপেক্টাস ও কনসেন্ট লেটারের শর্তানুযায়ী ব্যবহার না করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে উত্তোলিত ২৬ কোটি টাকার মধ্যে ২৪ কোটি টাকার স্থলে ২৪ কোটি টাকা খরচ করেছে। বাকি ২ কোটি টাকা অব্যয়িত রয়েছে। কিন্তু কোম্পানিটি কমিশনে দাখিলকৃত রিপোর্টে আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থেও ২৬ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। এছাড়া সালভো কেমিক্যাল ২ কোটি ২১ লাখ টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় না করে নগদ ব্যয় করেছে।

কোম্পানিটির উল্লেখিত কার্যক্রম আইপিওর জন্য অনুমোদিত প্রসপেক্টাস এবং কনসেন্ট লেটার এর পার্ট-বি এর যথাক্রমে শর্ত-৪ ও ৬ যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২সিসি এর মাধ্যমে আরোপিত হয়েছে তার লঙ্ঘন এবং যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮ এর লঙ্ঘন।

উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে ৩ বছরের জন্য পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন পারবেনা মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।