সেরা মিনি প্যাভিলিয়নের পুরস্কার পেল রংপুর মেটাল


প্রকাশিত: ১০:১৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

 ফোটন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেল রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)।  

বুধবার আরএমআইএল-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানায়, শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে মেলার সমাপনী অনুষ্ঠানে ফোটন-এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মোস্তফা কামালের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। 

pran  
এবারের বাণিজ্য মেলার ১১ নং মিনি প্যাভিলিয়নে চীনে তৈরি ফোটন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করে দেশের অন্যতম শিল্প গ্রুপ আরএফএল-এর অঙ্গ প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি দেশে এই ব্র্যান্ডের গাড়ি বাজারজাত শুরু করে কোম্পানিটি।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।