জালিয়াতি মামলায় ৭ ব্যাংকারের দণ্ড


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১৩ এপ্রিল ২০১৫

সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় ব্যাংকটির সাত শীর্ষ কর্মকর্তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের এক কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুণ, সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, মোহাম্মদ তারিকুল আলম, মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক ইমামুল হক।

উল্লেখ্য, এদের মধ্যে তারিকুল আলম ছাড়া বাকিদের আরেকটি মামলায় গতবছর ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম সাত বছর করে কারাদণ্ড এবং ১৪ লাখ টাকা জরিমানা করেছিলেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।