ডেসকোর আয় বেড়েছে ৪৭৯ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রতিষ্ঠান ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। যা আগের বছরের তুলনায় ৪৭৯ শতাংশ বেশি। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৪ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটির তৃতীয় (জানুয়ারি ১৫-মার্চ ১৫) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রান্তিকে কর পরবর্তী মুনাফা করেছে ৩০ কোটি ৪৮ লাখ টাকা। আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৫ কোটি ২৪ লাখ টাকা।
উল্লেখ্য, গত নয় মাসে (জুলাই ১৪- মার্চ ১৫) প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১১৫ কোটি ১৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৪ কোটি ৪৩ লাখ টাকা। আর ইপিএস ছিল ৬৫ পয়সা।
এসআই/এএইচ/এমএস