কালো টাকা বিনিয়োগের সুযোগ বহাল থাকছে


প্রকাশিত: ০৪:৪০ এএম, ১২ মে ২০১৫

আসছে অর্থবছরে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংসদীয় স্থায়ী কমিটির প্রধানদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, আমি পছন্দ না করলেও সংসদ সদস্যরা কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) বিনিয়োগের সুযোগ বহাল রাখার পরামর্শ দিয়েছেন। তাই এটি বহাল রাখা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।