উচ্চ বিলাসী হলেও চাই বাস্তবায়নযোগ্য বাজেট : আকবর আলি খান


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৭ মে ২০১৫

আসন্ন ২০১৫-১৬ অর্থবছরে বাজেট উচ্চ বিলাসী হলেও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। রোববার বিকেলে রাজধানীর সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে ২০১৫-১৬ প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আকবর আলি খান বলেন, জাতীয় বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় কিন্তু আদায় হয় না। একই ভাবে ব্যায়ের খাত নির্ধারণ করা হয় নিন্তু ব্যয় হয় না। এটি নিয়ন্ত্রণহীন বাজেট। আগামী বাজেটে লক্ষ্যমাত্রা নির্ধারণ সঠিক ভাবে নির্ধারণ করা প্রয়োজন।

তিনি বলেন, বাজেটকে শক্তিশালী করতে হলে আমাদের পার্লামেন্টকে শক্তিশালী করতে হবে। আমাদের পার্লামেন্ট ব্যবস্থা দুর্বলের কারণে বাজেট দেখা ও পর্যালচনা করার সুযোগ নেই।

দেশের কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজনে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন এবং এজন্য দেশের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগে আকর্ষণ করতে হবে বাজেটে বলেও জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় কর্পোরেট টেক্স অনেক বেশি তা কমানো প্রয়োজন। ভিন্ন ভিন্ন কর নীতির বিরোধীতা করে তিনি আরো বলেন, বিশ্বের কোনো দেশে করের এতো বিভাজন নেই। তাই এক কর নীতি প্রয়োজন।

আলোচনা সভায় আইসিএবির সভাপতি মসিহ্ মালিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইসিএবির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির। এছাড়া গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন- প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আইসিএবির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, আইসিএবির পরিচালক আহসান হাবিব, সহ-সভাপতি এ এফ নেছার উদ্দিন, আইসিএবির সাবেক সভাপতি আব্বাস উদ্দিন খান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রমুখ।

এসআই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।