ঢাকায় হেটিক অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৮ জুলাই ২০১৭

রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১১ নম্বর সড়কে হেটিক অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার সকালে মন্ত্রী হেটিক অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন।

হেটিক সব ধরনের বিশ্বসেরা কেবিনেট, হার্ডওয়ার এবং ফিটিংসও তৈরি করে আবাসিক আর বাণিজ্যিক অ্যাপার্টমেন্টের জন্য। সঙ্গে আজীবন ওয়ারেন্টিও দেয় সব ধরনের পণ্যের। বাংলাদেশে বিশ্বখ্যাত হেটিক পণ্য আমদানি করছে ফ্রেস এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেড।

উল্লেখ্য, জার্মানভিত্তিক ইন্টেলিজেন্ট কিচেন ও ফার্নিচার সলিউশন হেটিক তার উচ্চমানের উদ্ভাবনী পণ্যের জন্য বিশ্বখ্যাত। ১২৯ বছর আগে যাত্রা করা এ ব্র্যান্ডের পণ্য এখন সারা বিশ্বে সমাদৃত, যা রান্নাঘর, বেডরুম, ড্রইংরুম, অফিস ও ওয়াসরুমের সাধারণ লুক পরিবর্তন করে অসাধারণ লাক্সারিতে। সর্বশেষ প্রযুক্তির সাত সহস্রাধিক পণ্য যেমন জায়গা সাশ্রয়ী তেমন সাবলিল ও শব্দহীন।

এমএ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।