আগস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা বেনাপোল স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৯ জুলাই ২০১৭

পহেলা আগস্ট থেকে বেনাপোল স্থলবন্দর সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান তিনি বলেন, ওই দিন প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করবেন ২০১৮ সলে পতেঙ্গা সমুদ্রবন্দর চালু হবে বলেও জানান তিনি

সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান

তিনি বলেন, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ব্যাংক কাস্টমস অফিস খোলা থাকবে এনবিআর, ব্যাংকও ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যাপারে একমত এবং তারা কার্যক্রম শুরু করেছে

মন্ত্রী বলেন, পেট্রাপোল বন্দরের কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হয় কী কী কাজ করতে হবে এজন্য তারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবে

আমাদের সচিব সাহেব, কাস্টমসের কর্মকর্তারা বেনাপোল বন্দরে গিয়েছিলেন তারা সেই কার্যক্রম শুরু করার প্রাথমিক কাজ শেষ করেছেন

তিনি আরও বলেন, একই সঙ্গে চট্টগ্রাম বন্দরেও আমরা এই কার্যক্রমটা (২৪ ঘণ্টা খোলা রাখা) শুরু করছি যাতে দুটি বৃহৎ বন্দরে আমদানিকারক-রফতানিকারকরা সুযোগ-সুবিধা পান

শাজাহান খান বলেন, আগামী আগস্ট থেকে আশা করি আমরা এটা (২৪ ঘণ্টা খেলা রাখা) আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবো প্রধানমন্ত্রীকে আমরা ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি মোটামুটি রাজি হয়েছেন আমরা এখান থেকে একটি সামারি পাঠালে তিনি একটা তারিখ দেবেন সেই তারিখে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব

প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী

অন্যান্য স্থলবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে কি চিন্তা-ভাবনা করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী বলেন, সব বন্দরে একইভাবে মালামাল আদান-প্রদান কিংবা আমদানি-রফতানি হয় না সেজন্য সব বন্দর সেভাবে হচ্ছে না আমরা মনে করি ভবিষ্যতে যেখানে আদান-প্রদান বেশি হবে, মালামাল আমদানি-রফতানি বেশি হবে সেখানে একই পদ্ধতিতে এগোব

চট্টগ্রাম বন্দরে আরও তিনটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আশা করছি ২০১৮ সালের মধ্যে পতেঙ্গা সমুদ্রবন্দর আমরা অপারেশনে নিয়ে আসতে পারব

এমইউএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।