ভৈরব চেম্বারের নির্বাচন সোমবার


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৪ জুন ২০১৫

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক (২০১৫-২০১৭) নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এ ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন ও পরিচালক পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ৮১০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে সভাপতি পদে একজন, সিনিয়র সহ-সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে একজন ও পরিচালক পদে ১৮ জন নির্বাচিত করবেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন রাতে ফলাফল ঘোষণা করবে। দেশের ৬৪টি জেলায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থাকলেও দেশের একমাত্র উপজেলা ভৈরব, যেখানে চেম্বার রয়েছে।

সভাপতি পদে এবার চেম্বারের বর্তমান সভাপতি ও ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. হুমায়ুন কবির ও ব্যবসায়ী আব্দুল­াহ আল-মামুন প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ব্যবসায়ী আব্দুল মালেক, এমএ রউফ ও মোমেন হাসান এবং সহ-সভাপতি পদে রিয়াজ আহমেদ মারুকী শাহিন ও আবু বকর সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পরিচালক পদে ২৪ জনের জন্য ৭৬৪ জন এবং ৭ জনের জন্য ৪৬ জন ভোটার ভোট প্রয়োগ করবে। এদের মধ্যে পরিচালক নির্বাচিত হবেন ১৪ জন এবং সহযোগী সদস্যদের মধ্যে থেকে ৪ জন নির্বাচিত হবেন।

এদিকে, এ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ব্যাপক প্রচার-প্রচারণা। সারা শহর পোস্টার, লিফলেটে ছেয়ে গেছে। সংসদ ও পৌরসভা নির্বাচনের মতোই জমজমাট এ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার কমতি নেই।

আসাদুজ্জামান ফারুক/এআরএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।