শেরপুর ও নেত্রকোনায় রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

বাড়ি ও অফিস সাজানোর নান্দনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে শেরপুর ও নেত্রকোনায় রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু করা হয়েছে। সম্প্রতি শেরপুর সদরের রঘুনাথ বাজার ও নেত্রকোনা সদরের মুক্তারপাড়ায় শোরুম দুটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

শোরুমে বিভিন্ন ধরনের ফার্নিচারের মধ্যে রয়েছে- খাট, সোফা, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল।

Regal-Emporium

বেডশিট, ফুলের টবসহ ঘর সাজানোর নানা পণ্যও কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া এম্পোরিয়াম থেকে সর্বনিম্ন ১০ হাজার টাকার পণ্য কিনলে রয়েছে ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা।

অনুষ্ঠানে আরএফএল রিটেইল চেইন শপের চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীম, রিগ্যাল এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।