ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করবে বাংলাদেশ। এতে বাণিজ্যে ভারসাম্য তৈরি হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রোববার ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্রাজিলে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রফতানি করে বাংলাদেশ। তবে এতো শুল্ক দিয়ে তৈরি পোশাক রফতানি সম্ভব নয়। বাংলাদেশ ব্রাজিলে ১৭৬ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করে, অন্যদিকে আমদানি হয় ১.৫ বিলিয়ন ডলারের পণ্য। ব্রাজিলের সাথে বাণিজ্য ঘাটনি কমাতে রফতানিতে ডিউটি ফ্রি সুবিধা তথা এফটিএ করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, সব দেশের সঙ্গে এফটিএ করবে না বাংলাদেশ। যেসব দেশ ইতোমধ্যে শুল্ক সুবিধা দিচ্ছে, সেইসব দেশের সঙ্গে এফটিএ হবে না। ব্রাজিল, তুরস্ক, শ্রীলঙ্কা, আর্জেন্টিনাসহ কয়েকটি দেশের সঙ্গে এফটিএ’র বিষয়টি চলমান রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মন্ত্রী বলেন, খুব শিগগিরই বাংলাদেশ ব্রাজিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ গঠন করা হবে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে।

এমইউএইচ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।