মালয়েশিয়ায় পোস্টাল ভোটে নিবন্ধন করলেন প্রায় ৩৫ হাজার প্রবাসী
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এ পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় ৩৫ হাজার প্রবাসী পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিশ্বের ১৪৮টি নির্দিষ্ট দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী প্রবাসী ভোটারদের অবশ্যই যে দেশে তারা অবস্থান করছেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে।
ঘোষণার পর থেকেই মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটার নিবন্ধন কার্যক্রম জোরদার হয়েছে। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মাঠপর্যায়ে সক্রিয়ভাবে নিবন্ধন কার্যক্রমে সহায়তা করে যাচ্ছে। রাজধানী কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে প্রবাসীদের জন্য নিবন্ধন সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে তামান মালুরি চেরাস এলাকায় পোস্টাল অ্যাপের মাধ্যমে আবেদনে সরাসরি সহায়তা কার্যক্রম
শনিবার মালয়েশিয়া বিএনপির উদ্যোগে কুয়ালালামপুরের তামান মালুরি চেরাস এলাকার রেস্টুরেন্ট ইসলাম প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় সরাসরি সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন, তামান মালুরি চেরাস শাখা বিএনপির সভাপতি শাহজাহান ও সদস্য নাইমুর। নিবন্ধন কার্যক্রমে আরও সহায়তা করেন শিক্ষার্থী আদিব, তাহমিদ এবং মালুরি শাখা বিএনপি নেতা মো. আলম।
একই দিনে রাজধানী কুয়ালালামপুরের এনবিএল রেমিট্যান্স হাউজে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নেতা সরাসরি উপস্থিত থেকে প্রবাসীদের পোস্টাল ভোটার নিবন্ধনে সহযোগিতা করেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, বিশ্বের ১৪৮টি দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত মোট ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯৭ হাজার ৩৩ জন এবং নারী ভোটার ৩২ হাজার ৫৬ জন।

রাজধানী কুয়ালালামপুরের এনবিএল রেমিট্যান্স হাউজে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নেতারা প্রবাসীদের পোস্টাল ভোটার নিবন্ধনে সহায়তা করছেন।
প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করছেন।
দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে ১ লাখ ৩২ হাজার ১১১ জন। এরপর কাতার থেকে ৪৯ হাজার ৬৬৩ জন, ওমান থেকে ৩৬ হাজার ৮৯৩ জন, মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ৯৮১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ২৭৩ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৩ হাজার ৫৪৪ জন, কুয়েত থেকে ১৮ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ১৩৩ জন, সিঙ্গাপুর থেকে ১৭ হাজার ৫ জন, ইতালি থেকে ১৩ হাজার ৪৩৭ জন এবং কানাডা থেকে ১০ হাজার ৯৯২ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে পোস্টাল ভোটার নিবন্ধন কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এমআরএম/জেআইএম