করোনায় মারা গেলেন জেনিথ লাইফের উদ্যোক্তা রেজাকুল হায়দার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার মারা গেছেন।

রাজধানীর একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি মারা যান।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশিষ্ট শিল্পপতি রেজাকুল হায়দার ইয়ুথ গ্রুপ, শাহজীবাজার পাওয়ার কোম্পানি এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান।

তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং মিডল্যান্ড পাওয়ার কোম্পানি ও অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

এস এম নুরুজ্জামান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেজাকুল হায়দার রাজধানীর আনোয়ার খান মডার্ন হসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এস এম নুরুজ্জামান আরও জানান, আগামীকাল শনিবার সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডি ১২/এ -তে অবস্থিত তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রূপগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এমএএস/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।