ঋণ পরিশোধে ফের ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৮ জুন ২০২১

করোনাভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে ফের ঋণ পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের কিস্তির একটা অংশ পরিশোধ করলেই আপাতত গ্রাহক খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছেন না।

রোববার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

একই ধরনের সুযোগ এর আগে দেয়া হয়েছিল। বলা হয়েছিল, ‘চলমান, তলবি এবং মেয়াদি প্রকৃতির ঋণ-বিনিয়োগ পরিশোধ বা সমন্বয়ের ক্ষেত্রে চলতি বছরের মার্চ মাসের কিস্তি ৩০ জুনের মধ্যে পরিশোধ বা সমন্বয় করলে ওই ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না।’

‘ঋণ শ্রেণিকরণ’ শিরোনামে জারিকৃত নির্দেশনায় বলা হয়, ‘চলতি বছরের জুন মাসের ঋণের কিস্তির ন্যূনতম ২০ শতাংশ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। অর্থাৎ ঋণের কিস্তি জুনে ১০০ টাকা হলে তার মধ্য থেকে ২০ টাকা পরিশোধ করলেই নিয়মিত গ্রাহক হয়ে যাবেন। তিনি আর খেলাপি থাকবেন না।’

নির্দেশনা অনুযায়ী ‘জুন মাসের কিস্তির বকেয়া টাকা সর্বশেষ কিস্তির সঙ্গে দিতে হবে। অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’

ইএআর/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।