রিকন্ডিশন গাড়ির বিষয়ে সিন্ধান্ত আসছে


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১৬ নভেম্বর ২০১৪

দু’টি উপায় বিবেচনায় নিয়ে রিকন্ডিশন গাড়ি খালাসকরণের বিষয়ে সিন্ধান্ত নিবে বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার দুপুরে সচিবালয়ে জাগো নিউজের সাথে আলাপকালে মন্ত্রি বলেন, আমদানি রপ্তানি নীতি অনুযায়ী ৫ বছরের বেশি পুরনো গাড়ি আমদানি করা নিষিদ্ধ।

তবে চট্টগ্রাম ও মংলা বন্দরে ব্যবসায়ীদের আমদানি করা কিছু গাড়ি আটকে আছে। কারণ সেগুলো ৫ বছরের বেশি পুরনো। সরকার একটি দৃষ্টান্তমূলক সিন্ধান্ত নিবে এর মধ্যে। ব্যবসায়ীদের জরিমানা দিয়ে গাড়িগুলো খালাস করতে হবে অথবা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নিলামে বিক্রি করে দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।