স্বপ্ন’র নতুন আউটলেট ধানমন্ডি ৮ নম্বরে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২২
ধানমন্ডি ৮ নম্বরে উদ্বোধন করা হয় ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাজধানীর ধানমন্ডি ৮ নম্বরে চালু হল রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট। এটি আউটলেটটির ২০২তম শাখা। শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় এ আউটলেটের উদ্বোধন করা হয়।

নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারির সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের নির্বাহী পরিচালক প্রদীপ কর চৌধুরী, এসিআইয়ের হেড অব রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনাল অডিট অমিতাভ সাহা, স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল, স্বপ্নের এইচআর প্রধান শাহ মো. রিজভী রনি, স্বপ্ন’র ক্রিয়েটিভ হেড মো. ফরিদুজ্জামান, স্বপ্ন’র মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান মিলুসহ আরও অনেকে।

প্রদীপ কর চৌধুরী বলেন, ধানমন্ডি ৮- এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত এই আউটলেটে কেনাকাটা করবেন। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সব সময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।

স্বপ্ন সুপার শপের নতুন এই শাখার ঠিকানা হলো- বে পার্ক হাইটস (শেখ জামাল ক্রিকেট একাডেমির পাশে), প্লট-৫২২ (পুরাতন), প্লট ২ (নতুন), রোড- ৮ (পুরাতন), রোড-৯ (নতুন), মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।

হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর- ০১৩১৩-০৫৫১৬২

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।